বাংলাদেশে ধর্ষণের শাস্তি 'মৃত্যুদন্ড' করা হোক
এমন বাংলাদেশ কেউ আমরা চাইনি।ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা এখন বাংলাদেশের মানুষের কাছে ডাল-ভাত হয়ে দাঁড়াচ্ছে।খবরের পাতা উল্টালে দৈনিক গড়ে ৫/৬ টা ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার খবর পাওয়া যায়।এই ব্যাধি মহামারি তে রুপ নিয়ে নিয়েছে। ১ বছর ১০ মাসের শিশুও রেহাই পাইনি নরপশু দের অত্যাচার থেকে! বুঝতে বাকী নেই সামনে আমাদের সমাজের কি ভয়াবহ পরিণতি হতে যাচ্ছে। আজ অন্যের বোন ধর্ষিতা, কাল আপনার বোনের একই পরিণতি হবে না তার গ্যারান্টি কেউ দিতে পারবেন? আমাদের নিজেদের বাঁচাতে আমাদের নিজেদেরই পথে নামতে হবে। ধর্ষণ কমাতে হলে ধর্ষণের শাস্তি 'মৃত্যুদণ্ড ' করতে হবে। তাহলে এই সমস্যা অনেকাংশ কমে আসবে বলে বিশ্বাস করি। এই লক্ষেই এই 'অনলাইন পিটিশন' খোলা হয়েছে। আপনার দয়া করে পিটিশনে অংশগ্রহণ করুন। তাতে মিডিয়া বাধ্য হবে আমাদের এই গণ মানুষের দাবীকে যথাযথ ব্যক্তিবর্গের কাছে পৌছে দিতে।
Comment