সালাউদ্দিন তুমি সরে দাড়াও,দেশের ফুটবল কে বাঁচতে দাও।
ফুটবলটাকে বাঁচতে দাও
সালাউদ্দিন সাহেব আপনি কি দেখেন না দেশের ফুটবলের কি অবস্থা?আপনি কি দেখতে পারছেন না ফুটবল আজ আইসিইউতে?
আমরা ফুটবল পাগল এক জাতি তা সারা বিশ্ব জানে। কিন্তু আমাদের ফুটবলের আজ বাজে অবস্থা। বিদেশের অনেক দলকে আমরা সাপোর্ট করি , তাদেরকে নিয়ে আমরা এত মেতে থাকি কিন্তু আমাদের দলেরই হ-য-ব-র-ল একটা অবস্থা। আর তা সব হয়েছে আপনার জন্য। আচ্ছা আপনি বলুন আপনি কি করেছেন আমাদের দেশের জন্য?
আমাদের দেশে নাকি বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মতো আবাহনী মোহামেডানের ম্যাচ মানে অন্য রকমের উত্তেজনা কাজ করতো । কোথায় গেল সেই দিনগুলো? আপনি সেদিন গুলো আমাদের থেকে কেড়ে নিয়েছেন।
অতীতের সব অভিযোগ নাই বা গনায় ধরলাম।আপনার জন্য আমাদের চ্যাম্পিয়ন মেয়েরা সামান্য কয়েক লাখ টাকার জন্য মিয়ানমারে যেতে পারলো না। এতে কি আপনার লজ্জা হয় না? আপনার লজ্জা আছে তো?
এখনো কি আপনার মনে হয় না আপনি ওই চেয়ারের যোগ্য না? আপনি আর কত নিচে নামবেন? আমাদের ফুটবলটাকেও আর কত নিচে নামাবেন?
দয়া করে আপনি ওই চেয়ার থেকে সরে দাঁড়িয়ে দেশের হার ভাঙ্গা ফুটবলটাকে সোজা হয়ে দাঁড়াবার সুযোগ করে দিন।
Comment